Home » নারী » ঘুমোনোর সময় কোন ধরনের অন্তর্বাস পরা উচিত মেয়েদের?

ঘুমোনোর সময় কোন ধরনের অন্তর্বাস পরা উচিত মেয়েদের?

টিভি সিরিয়ালে যেমন মহিলারা হামেশাই পার্টিতে যাওয়ার মতো সেজে ঘুমোতে যান, তেমন করে ঘুমোবেন না কি অন্যভাবে? কোনটা স্বাস্থ্যসম্মত অভ্যাস জেনে রাখা ভাল।

অন্তর্বাস পরে থাকতেই হয় মেয়েদের কিন্তু তা বলে সব সময় অন্তর্বাস পরে থাকা মোটেই ভাল কথা নয়। শরীরকে যত হালকা রাখবেন, পোশাক যত হালকা হবে ঘুম ততই ভাল হবে। সবচেয়ে ভাল সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুমোনো কিন্তু তা নিয়ে কারও কারও অস্বস্তি থাকতে পারে তাই কিছু একটা গায়ে দিয়ে শোওয়া উচিত।

অন্যরা যা পড়ছে ....

কবিরাজ: তপন দেব ।

নারী-পুরুষের সকল জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়। দেশে ও বিদেশে ওষধ পাঠানো হয়।

আপনার চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন - ০১৮২১৮৭০১৭০ (সময় সকাল ৯ - রাত ১১ )

সবচেয়ে ভাল যদি ঘুমোনোর সময়ে অন্তর্বাস না পরে শুধুই হালকা রাতপোশাক পরা যায়। অন্তর্বাসেরও আবার ধরন রয়েছে। মেয়েদের সব অন্তর্বাসই আরামদায়ক নয় আবার কোনও কোনও অন্তর্বাস এমনই যে দিব্যি তাকে বানিয়ে ফেলা রাতের পোশাক।

যে অন্তর্বাসগুলি পরা উচিত নয় তা হল করসেট, জি-স্ট্রিং বা থং প্যান্টি এবং যে কোনও ধরনের ব্রা। বরং ঘুমোনোর সময়ে পরা উচিত হালকা কেমিসোল বা বেবিডল। নরম সুতির শর্ট কিমোনোও পরতে পারেন।

কিন্তু নগ্ন না হয়ে শুলেও টপলেস হয়ে শুধু প্যান্টি পরে শোওয়াই ভাল। খুব টাইট প্যান্টি নয়। আরামদায়ক দামি কাপড়ের বিকিনি ব্রিফ বা হিপস্টারই এক্ষেত্রে আদর্শ।

Leave a Reply